তোমার হাতের রূপ কারিশমা দেখছি জগৎ জুড়ে
সব দিগন্তে তোমারই গান গাইছে আপন সুরে।
জোয়ার জ্যোৎস্না হিমালয় আর নীল আকাশের কোল
কত মনোহর লাগে গো নদীর স্রোতস্বিনীর দোল!
ছায়া ঘেরা সব বন-বনানীর সবুজ শ্যামল গাছে
জলের তলায় নাচছে ভীষণ হাজার রকম মাছে।
পাখ-পাখালির দল উড়ে যায় পাখনা ওদের মেলে
দূর হতে কত সুদূরে হারায় মেঘের রাজ্য ফেলে।
এই পৃথিবীর সকল সোভায় তোমার জ্যোতির ছিটা
সেই জ্যোতিরই খানিক ছিটায় আলোময় হৃদ ভিটা।
পাপ ত্যাগ করে এ হৃদয় ভূমি যবে করি কর্ষণ
অশ্রু ফোটার সাথে মেলে মোর আকস্মিক দর্শন।
তোমার রূপের অঢেল ফোয়ারা ছোটে সেজদায় গেলে
ভালোবেসে তুমি মায়ার চাদর দাও যে তখন মেলে।
সেই সময়টা কত যে মধুর তোমার আমার প্রেম
হারিয়ে ফেলি গো এই জীবনের যতো ছিল প্রবলেম।