মায়ের মুখের হাসির মাঝে
স্বর্গের দিশা পাই যে
মায়ের মলিন মুখের চেয়ে
কঠিন দোযখ নাই যে ।
তুমি হাসলে হাসতে থাকে
আমার পৃথিবীটা
তোমার আঁচল তলে জুড়ায়
আমার হৃদয় ভিটা ।
তোমার পায়ে চুমু খেয়ে
ভাবি মনে মনে
এই তো বুঝি চুমু খেলাম
‘আরশ’ সিংহাসনে ।
আকাশ হতে অধিক মুল্য
তোমার চরণ ধুলো
তোমার পায়ে সঁপিলাম তাই
সম্মানের ফুলগুলো ।