তোমার চোখের কাজল হয়ে থাকতে চাই।
হারিয়ে যাবো ঝর ঝর অশ্রু স্রোতে -
ঠিক তোমার বুকের মাঝে নীরবে
আর যেন খুঁজে না পাই নিজেকে।
ভালোবেসে কোথায় হারাবো? বলো,
তোমাতে হারাতে চাই যদি একটু সুযোগ দাও।
মিষ্টি ঠোঁটের হাসি হয়ে ফুটে থাকবো
আলো ছড়াবো তোমার চারপাশ।
তোমার কৃষ্ণ চুলের গন্ধ শুঁকে মাতাল হতাম
চিত্তে জাগে তোমার প্রতি গভীর ভালোবাসা-
প্রেমময় আকর্ষণ।
বারবার একটা আওয়াজ ছড়িয়ে যায়
আকাশে, বাতাসে, সাগরের তরঙ্গমালায়,
তোমাতে হারাতে চাই, তোমাতে হারাতে চাই।।
তারিখঃ ২৭/০৯/২০২২ইং
রাতঃ ০৯:০৫ মিনিট।