তোমাকে পাওয়ার পরে
আর কোনদিক চোখ মেলি নি
তুমিহীন আর কোন সোভায় টানে নি
কোন কানন খুঁজিনি, ফুল খুঁজিনি,
গন্ধ শুঁকিনি বুকে।
যেখানেই থাকি না কেন!
মরুভূমি কিংবা গহীন অরণ্যে আচ্ছাদিত,
তবুও নিশিথের আঁধারে ঘনায়িত
রহস্যময় চাদর আমাকে জড়াতে পারে নি।
তোমার সাথে পুরোটা সময়
বলতে গেলে ফুর্তিতেই কাটছে জীবন
বাঁধভাঙা সুখ উল্লাসে।
আঁধার নেমে আসে ওদের জীবনে
যারা ভালোবাসে না, তোমাতে হারাতে চায় না।
সহস্র ফুলের সমারোহ তোমার আঙিনায়
অযুত দিবাকর এখানে একাকার
যেখানে তোমার আমার গোপন সাক্ষাৎ।
তুমি আসো, আড়ালে থাকো নিশ্চুপে
হয়তো আমাকে দেখে তোমার খুশিই লাগে!
জানি না, যদি খুশি থাকো আমি ভাগ্যবান।
তোমার অখুশি দোযখের চেয়েও বেদনাদায়ক।
তারিখঃ ১০/১১/২০২২ইং
দুপুরঃ ০১:৪৮ মিনিট।