তোমাকে চাই শ্বাস-প্রশ্বাসে
সেজদায়, মোনাজাতে
তোমায় পাওয়ার পথে চালাও
নিজেই দয়ার হাতে ।
আ'হা মাবূদ ভাল্লাগে না
তুমি ভীন আর কিছু
সবই যেন লাগে পানসে,
সব রূপ লাগে মিছু ।
পুণ্যবানের পূণ্যে জগত
ওঠে ঝলমলিয়ে
পাপিষ্ঠ সব গন্ধ ছড়ায়
পাপের ময়লা দিয়ে ।
যারা তোমায় চায় না প্রিয়
বাসে না গো ভালো
কসম ওদের দো-জাহানই
অন্ধকার আর কালো ।
জিন্দা নয় তো মৃত ওরা
আত্মা গন্ধে ভরা
জেনার গন্ধ, সুদের গন্ধ,
বাঁধছে এনজিওরা ।
চাই না আমি এই দুনিয়ার
অর্থ, দালান-কোঠা
চাহি প্রিয় অফুরন্ত
তোমার খুশির ফোঁটা ।