তোমাকে ভালোবাসার পরে পিছনে ঘুরে তাকাইনি।
একটু একটু শক্তি সঞ্চার করে, এগিয়ে চলছি—
তোমাকে ভালোবেসে তোর নতুন নামকরণ করছি,
আমার নতুন ঠিকানা গড়েছি তিলতিল করে।

জানো,
একটা মানুষ হতে মানুষকে যতটা ভালোবাসা যায়,
একটু কমতি রাখি নি তার।
এর চেয়ে বেশি ভালোবাসা অসম্ভব ছিল!
সত্যি বলছি, সত্যি, সত্যি, ভীষণরকম সত্যি!
তুমি কী বোঝেনি?

তবে, হাতটা ছেড়ে দিলে কেন?
জানো? খুব একা একা লাগে আজকাল আমার।
তোমাকে ছাড়া একেকটা প্রহর একেকটা যুগের ন্যায় দীর্ঘ লাগে।
আমার সাদাসিধা মনের কথা সহজসরল ভাষায় প্রকাশ করি, তবুও বোঝে না।