চিরদিন ভালোবেশে
তোমাদের সাথে মিশে থাকবো।
হাত রেখে তোমাদের হাতে
চলবো আগামীর পথে
ভালোবাসা নিয়ে অনেক
স্বপ্নমালা বুকে আঁকবো।।
ভালোবাসার ছিটেফোঁটা
কত মধুর কত মিঠা!
অনুপ্রেরণা জোগায়
সেই বলে পথ আগায়
মনে চায় ঘুমে নয় আর
এই এখনি জাগবো।।
পড়বে মোর কাব্যমালা
সার্থক হবে পথচলা।
একটু উৎসাহ দিলে
খানিকটা স্নেহ পেলে
তোমাদের কৃতজ্ঞতায়
নতুন কিছু ফের লিখবো।।
ভুলবো না তোমাদের কভু
তোমরাও ভুলো না
অচেনা ফুল ভেবে
দূরে ঠেলে দিও না
হয়তো একদিন সুবাসে মোর
বিশ্ব মুখরিত দেখবো।।
তারিখঃ ০৩/০৩/২০২২ইং
বিকালঃ ০৪:৪২ মিনিট।