মানব জাতির মুক্তি মিলবে
মানলে কোরআন খানি
সুপথ-গামী ইসলাম পরেই
সকল জীবন জানি ।
প্রাণের প্রিয় দ্বীনের রাসুল
দেখিয়েছেন যেই পথ
মানব গোষ্ঠী পায় সে পথেই
সফলতারই দৌলত ।
প্রভাত থেকে সাঁঝ অব্দি ঐ
দিবস থেকে যেই রাত
হর্ মুহূর্তে জীবনের চিত্রের
কোরআনে আলোকপাত ।
সুখ -শান্তি আর সমৃদ্ধি পায়
নাজাত উভয় কূলে
না মানলে কুরআন-সুন্নাহ
বিদ্ধ হয় সেই শূলে ।
প্রভুর গোস্বায় পাকড়াও করে
সে পায় না কোনই ছাড়
দয়ার বারিধারায় শিক্ত সেই
দ্বীনের পর জীবন যার ।
তারিখঃ ০৮/০৭/২০২২ইং
সকালঃ ১১:১০ মিনিট ।