কেমনে বাঁচি বলে দে তুই, কেমনে বাঁচবো বল
সইবো কেমনে তোর দূরত্ব, বিরহের অনল ?
চলেই যদি যাওয়ার ইচ্ছে, ছিল তোর মনে
কিসের জন্য ভালোবেসে, নিলি তুই টেনে ?
আমার সরল মনটা নিয়ে, খেললি তুই ফুটবল ।।
আমার দিনগুলো যে হলো, নিকাশ অন্ধকার
আমি হারিয়ে ফেলেছি সে, পুষ্প অলংকার ।
জীবনটা আজ ছাই হয়েছে, তোরই কারণে
সুখ বুঝি আজ রয়েছে শুধুই, আমার মরণে ।
তুই ছাড়া এই জীবন প্রদীপ, লাগছে যে অচল ।।
তোর হাসি মাখা বদনটা, ছিল এতোই ঝাল
মিষ্টিমুখে পান করিয়ে, পুড়াইলি কপাল ।
অগ্নিতে এই মোমের বাতি, নিষ্প্রাণ আজ বুঝি
ক্ষত হৃদের মলম বলতো, কোন দোকানে খুঁজি ?
হবে না কি জীবন আমার, পূর্বে'তে সচল ??
তুই করলি কেন ক্ষতি আমার, হলো এই গতি
অশ্রু বন্যায় ভিজে আমার, রাত কাটে প্রতি ।
তোর মন বলে কিছু নাই, পেলাম তো প্রমাণ
নিত্য দিন করেছিলি, নিজ ধোঁকার নির্মাণ ।
অনেক মজাদার ছিল তোর, ভালোবাসার ফল ।।
তুই দুঃসাহসিক মানুষ'রে, সাহসের পাহাড়
সকল শক্তি প্রয়োগ করে, ভাঙলি আমার হাড় ।
চলে গেলি তবুও চাই, থাক হাসি মুখে
বেঁচে থাকবো বাকি সময়, জীবন যাক দুখে ।
ভালোবাসার স্মৃতিটুকু, রাখবি প্রতি পল !!
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১
তারিখঃ ১৩/০৭/২০২২ইং
বিকালঃ ০৫:৪৫ মিনিট।
উৎসর্গঃ প্রিয় কবি নাজমুন নাহার সামিয়া