আত্মত্যাগের শিক্ষা নিয়ে
কুরবানী ভাই করো,
লোক দেখানোর কুরবানীটা
এবারই তুমি ছাড়ো।
বিরাট পশুর কুরবানীতেই
হয় না মালিক খুশি
খাস নিয়তে বকরি দিয়ে
সাওয়াব মেলে বেশি।
পশুর রক্ত কিংবা গোশত
যায় না প্রভুর কাছে
পৌঁছায় শুধু দিলেন মাঝে
তাকওয়া যেটা আছে।
মহান মাওলার খুশিই যদি
সত্যিকারে আজ চাও
সাচ্চা নিয়ত করেই তবে
কুরবানীটা ভাই দাও।
তোমার গোশত ভাগ করিও
গরীব-দুঃখীর মাঝে
কুরবানী মানে ত্যাগ স্বীকার
হৃদয়ের থেকে বুঝে।
প্রভুর খলিল শিখিয়ে গেছে
কুরবানী হয় কেমন
গোশত খাওয়া কুরবানী যে
আমোদ-প্রমোদ যেমন।
ভালো করে বুঝে দেখো
ইসলামের পাক বানী
প্রভুর জন্য বিলীন করেই
হবে তোমার কুরবানী।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ০৯/০৭/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৫৫ মিনিট।