মন ভালো নেই নীল আকাশের
মন ভালো নেই চাঁদের
মন ভালো নেই মেঘ-বালিকার
মন ভালো নেই রোদের।

মন ভালো নেই গোলাপ ফুলের
মন ভালো নেই জবার
মন ভালো নেই দোয়েল পাখির
মন ভালো নেই সবার।

মন ভালো নেই আলোর দিনের
মন ভালো নেই রাতের
মন ভালো নেই বন-জঙ্গলের
মন ভালো নেই পথের।

মন ভালো নেই আজকে সাঁঝের
মন ভালো নেই ঊষার
মন ভালো নেই আগুন-পানির
মন ভালো নেই তুষার।

মন ভালো নেই ফসল-ক্ষেতের
মন ভালো নেই মাঠের
মন ভালো নেই পদ্মা-মেঘনার
মন ভালো নেই ঘাটের।

মন ভালো নেই আমার দাদার
মন ভালো নেই বঁধুর
মন ভালো নেই পিঁয়াজ-ঝালের
মন ভালো নেই কদুর।

মন ভালো নেই বেগুন-আলুর
মন ভালো নেই তেলের
মন ভালো নেই আজ সংসদের
মন ভালো নেই জেলের।

মন ভালো নেই কবি ভাইয়ের
মন ভালো নেই পাঠক
মন ভালো নেই বউ-জামাইয়ের
মন ভালো নেই ঘটক।

মন ভালো নেই আজ শিষ্যদের
মন ভালো নেই গুরুর
মন ভালো নেই আমার শেষের
মন ভালো নেই শুরুর।

মন ভালো নেই সিলেট-বাসীর
মন ভালো নেই ঢাকার
মন ভালো নেই আব্বা-আম্মার
মন ভালো নেই কাকার।

মন ভালো নেই আমার দেশের
মন ভালো নেই কার-ও
মন ভালো নেই যাকেই বলছি
মন ভালো নেই তার-ও।

মন ভালো নেই পাড়া-পড়শির
মন ভালো নেই তোমার
মন ভালো নেই আমার প্রিয়ার
মন ভালো নেই আমার।

মন ভালো নেই উড়ায় সবাই
মন ভালো নেই ''ফানুস"
মন ভালো নেই ছড়াচ্ছে রোদ
মন ভালো নেই "মানুষ"।

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৬/০৬/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:২০ মিনিট।