মানবতা আজ ভীষণ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে
মানুষেরা চোখে আজ কালো পট্টি বেঁধে হাঁটছে।
সুট কোর্ট পড়া ভদ্রলোক
কিংবা টুপি-দাড়ি কোন আস্তরণ নেই
যার মধ্যে শয়তানকে প্রবেশ করতে দেখিনি।
গিরগিটির মতো যারা রং বদলিয়ে
মানুষের মধ্যে অনাচার আর অশান্তি তৈরি করছে।
ভালো মানুষগুলো হয়ে গেছে অবহেলিত জনগোষ্ঠী
মূল্যবোধ অক্ষুণ্ণ নেই!
অক্ষুণ্ণ নেই মানুষের জীবনের নিরাপত্তা ব্যবস্থা।
ভালো নেই আজ পৃথিবী
ভালো নেই মানবতা
ভালো নিই একেকটি ব্যক্তিত্ব।
ভালো নেই সমাজ আমার দেশ আমার এই পৃথিবী।
শুধু হাহাকার! মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়ে কাঁদছে, কোথায় গেল মনুষ্যত্ব?
ভূলুণ্ঠিত হচ্ছে সভ্যতায় মানুষের বিবেকও।
বারবার এক কল্পনা সাড়া দিচ্ছে
কোথায় গেল সোনালী দিন? হারিয়ে গেছে না?
হ্যাঁ অবশ্যই হারিয়ে গেছে সেই সোনালী দিন
শুধু গল্প আর ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে।
আমাদের জীবনে নেই সেই পুরোনো দিন
আমরা তো সভ্য জাতি,
হাইব্রিড আমাদের চেতনা শক্তি,
সেটা ক্ষয়িষ্ণু মোটেও স্থায়িত্বের প্রত্যাশিত না।
কিন্তু আমরা একেবারেই চেতনাশূন্য নির্বোধ
আজকের পৃথিবীটা রোবটের একঘেয়ে একটা সংসার হয়ে গেছে।
দেখো না আজ নতুন নতুন এলিয়েন আবির্ভূত হচ্ছে।
হয়তো এই পৃথিবীটা শয়তানের হাত থেকে বাঁচাও
না হয় দেখবে মানুষ গুলোকে শয়তান হয়ে পৃথিবীতে বাঁচতে।
“বিষন্ন মনে যাত্রাপথে আমি থামলাম পৃথিবীতে
কখনো জ্বলিলাম তাপে কখনো বা আমি শীতে।
লাগছে আমার এই পৃথিবী আজ বাসের অযোগ্য
চলছে কেবল দেখো চেয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ।”
তারিখঃ ০৪/০৭/২০২২ইং
বিকালঃ ০৩:০৬ মিনিট।