ওরে মন!
হুঁশহারা আর থাকবি কতক্ষণ?
মিছে এই দুনিয়ার মায়ায়
ওরে তুই থাকবি কতক্ষণ?
আজরাইল আসিবে যবে
তোর নিদ্রা-তন্দ্রা ভাঙবে তবে
চোখের সামনে পড়বি ধরা'রে
ফুরাইবে আয়ুকাল যখন!!
লাল হলো তোর জীবন বেলা
ভাঙবে'রে অচিরেই মেলা
তোর ডুবলে বেলা হটাৎ করে
বল'রে করবি কী তখন??
তুই'যে মিষ্টি মধুর ছায়া পেয়ে
পথের গন্তব্য ভুলে গিয়ে
তোর ক্ষনিকের সুখ-উল্লাসের
স্বাদে বিভোর আহা মন।।
এখনো যে তোর সময় আছে
ভুল হয়েছে চলার পাছে
দয়াময় প্রভুর কাছে আজকে
ক্ষমা চেয়ে সুদ্ধ কর জীবন।।
আরিফ সরদার চিন্তিত সদাই
ওগো দয়াল মালিক সাঁই
জীবন রাখো তোমার পথে'তে
অগ্নিঝরা দাও প্রেম-পবন।।
তারিখঃ ০৪/০৮/২০২২ইং
দুপুরঃ ১২:৪২ মিনিট।