ঘোষণা করো হে, তিনি আল্লাহ হন যে একক জন
ধার ধারেন না ভিন্ন কারও মুখাপেক্ষী-ও নন।
সকল শক্তি যাঁহার হস্তে মহান মালিক শাঁই
তাহাকে কেউ তো জন্ম দেয়নি তাঁর 'ওলাদও নাই।
তাঁহার তুল্য আর কেহ নয়, আর-তো কিছুই নহে
আল-কোরআনে সুরা ইখলাসে নিজেই স্রষ্টা কহে।
সুরা ইখলাস'র ভাবানুবাদ।
তারিখঃ ২৯/১০/২০২২
দুপুরঃ ০২:১৩ মিনিট।