প্রিয় তোমার প্রেমের নেশায়
পাগল করে দিলে
ভিতর বাহির আমার সবই
তোমার করে নিলে।
রঙ ছিল মোর অন্য ধারায়
জীবন চলতো অন্ধ পাড়ায়,
অশান্তিতে জ্বলতে ছিলাম
আমি তিলে তিলে।।

তোমায় ভুলে পাপ সাগরে
ডুবে ছিলাম আমি
বুঝি নি-তো নিজের কদর
আমি কতো দামী
আমাকে না চিনতে পেরে  
নিজের সত্তা ফেলছি মেরে,
ভুলের মাশুল গুনছি তবু
হিসাব নাহি মিলে।।

জীবন জুড়ে চলছি কতো
হাজারো পথ ধরে
হাঁটছি নূরের পানেই তবু
নূর থেকে যাই সরে।
আমি পথের হদিস খুঁজি
আমার নেই গো কোন পুঁজি,
তাওবা করে ভালোবাসি
আমার তপ্ত দিলে।।

বোঝাপড়া সবশেষ হলো
এবার তোমার সঙ্গে
জীবন আমার সাজিয়ে দাও
তোমার প্রেমের রঙ্গে।
জীবন জুড়ে সূর্য উঠুক
প্রিয় প্রেমের ফুলও ফুটুক
ভালোবাসার আগেই তুমি
ভালোবেসেছিলে।।