কবির কেন গো মাথা ন্যাড়া
বলবে লোকে ''বেল''
পাগল হলেন নাকি আজি
বুঝছি না তো খেল?
যা করার করেই ফেলছেন
রাখিলেন কিছু বাকি
টাকলু কবির পিক হেরিয়া
বিস্ময় চাইয়া থাকি।
এবার হয়তো ভরবে মাথা
কৃষ্ণ মেঘলা চুলে
কয়েকদিন সার দিয়ে দেন
নতুন চুলের মূলে।
রাসায়নিক নয় জৈব সারে
চুল লম্বা হয় ভারি
লম্বা সে চুল হলেই লাগবে
কবিকে সেই পরি।