(০১)তাহেরা
আমার একটি দুষ্ট বোন নামটি তাহেরা,
দাদু ফুফু সবার কোলে আদরের চাঁদ তারা।
মাঝে মাঝে দুষ্টমিতে এতো ক্ষেপে যায়,
দাদু ফুফু কেউ মানে না সবাইকে খিমচায়।
মাঝে মাঝে সেই তাহেরা এতো ভাল হতো
প্লেটের মাখানো খাবার আমায় খাইয়ে দিতো।
কোলে নিয়ে ছোট বালিশ বলত আমার মেয়ে,
অবাক হই কথা শুনে ওর মুখের দিকে চেয়ে।
মুনসুর কাকার এন্ড্রেয়েট টা যখন ধরে টিপতো
অন্য কেউ ধরলে সেটা পারো নাকি এমন করতো।
নানা বাড়ি যেতো ওরা যখন করতো ফোন,
তাহেরা ধরে বলত দাদু ভাল লাগে না মন।
দাদু বলতো চলে আসো, তাহেরা বলতো রাততো,
বলো দাদু রাত না হলে মন কি আমার থাকতো।
দাদু বলতো তাহলে তুমি কাল সকালে এসো,
আসবে কিন্তু সত্তি দাদু যদি আমায় ভালবাসো।
দাদু সাথে দ্বন্দ্ব প্রায় তাহেরার সাথে আড়ি,
তোমার কাছে থাকবো না চলে যাবো ভাই বাড়ি।
কোথাও যাওয়ার ভানে চলে যায় একটু দূরে
কিছুক্ষন পরে ঘুরে ফিরে আসতো আবার ঘরে।
দুষ্ট মেয়ে এই তাহেরা পেট ভরে মজার কথায়,
ওর সাথে থাকি যখন আমারই পেট ব্যথায়।
(০২)হাসি-খুশি মাইশা
হাসে খেলে সবার কোলে মুখটা গোল গোল
সারাদিন থাকে দুলে, বডিটা তুল তুল।
হাসি ভরা থাকে মুখে থাকে সদা তাকিয়ে,
ডাকলে আমার দিকে আসে কোলে ঝাপিয়ে।
সারাক্ষন থাকে কোলে কাঁদে না কোন সময়,
ছোট করে চুমো দিলে হা করে কামর দেয়।
বলতে পারে না কিছু তাও করে হেই হুই,
মনে হয় পেঁকে যাবে তাহেরা সাথে ওই।
হাসে খেলে সবার কোলে মুখটা গোল গোল
থাকে সদা কোলে চড়ে রয় সদা কুল কুল।
বিড়ালের ডাক যদি শোনে কোন খানে,
সারাদিক খোঁজে ও আওয়াজের পানে।
চোখ মেলে চেয়ে রয় মোবাইল ধরে,
গালে দেয় চুমো দেয় নাল ঝোল পরে।
যে ওরে ভালো জানে সব সময় কোলে টানে,
ভোলে না যেন তারে রয় সদা ওর মনে।
হাসি ভরা সদা খুশি বোন মোর মাইশা,
কাজ নেই ওরে নিয়ে আছি আমি বইসা।
যখনই আসি আমি কোন কাজ ছেড়ে,
ডাকে যেন আমায় কোলে নিতে ওরে।
থাকি বসে ওরে নিয়ে সিঁড়ির উপর,
হাসি খেলি কথা বলি খুশিতে বিভোর।
তারিখঃ ০১/০৭/২০১৬ইং
~~~~~~~~~~~~~~
তারিখঃ ০৪/০৫/২০১৭ইং
বিঃদ্রঃ কবিতা দু'টির একটি ৬ বছর, অপরটি ৫ বছর আগের লেখা। আমার দু'টি চাচাতো বোন উল্লেখিত দু'টি কবিতার চরিত্র। ওদের সাথে কাটানো মুহূর্ত নিয়ে লিখেছিলাম।