পেয়েছি এই জীবনে এক জগৎসেরা ওলী,
তাহার হাতটি ধরে নিত্য আল্লাহ পানে চলি।
দুরে থাকি তারপরেও নয়তো নিরিবিলি,
তাহার রুহের উষ্ণ তাপে দিবানিশি জ্বলি।
মাওলা প্রেম-ভালোবাসা কী যে তার দিলে,
এই যামানায় এমন মানুষ কোথাও না মিলে।
রুমিদের চোখে সে মহান যুগের তাবরেযী,
মাওলাকে নিয়েই খুশি, মাওলাতেই রাজি।
চোখে তাঁহার অশ্রুবন্যা সদা মাওলা তরে,
বুক জুরিয়া সদা মাওলা প্রেমের খুন ঝরে।
তাহার টাচে এ হৃদয়ে উঠলো কী যে ঝড়;
বইতেই থাকুক ঝড় প্রাণে সারাজীবন ভর।
দেখিতে তাঁহারেই পেলাম যুগের থানভী'রে
মাওলা পেতে ধরা দিলাম স্বইচ্ছায় আপনারে।
ওলী'রা মাওলার সাথে ডাইরেক্ট যোগাযোগ,
হাত রাখিলাম ঐ হাতে পেতে সে সংযোগ।
বুকে মাওলার মহব্বতের ঢেউ দাওগো ভারী,
তোমার খুশির পেয়ালা চাহি গো তারাতাড়ি।
মহান ওলীর আঁচল ধরে বাচতে চাই আমি,
গাইরুল্লাহ ত্যাগিয়া সকল, চাহি অর্ন্তযামী।
দয়াময়ের নিকট আরিফের একটি নিবেদন,
তোমার ও তোমার প্রিয়দের অটুট এ বন্ধন।
জীবন জুড়ে তুমি প্রভু ও তোমার প্রিয়জনে,
একসাথে ভালোবেসে মিলবো তোমার সনে।
তারিখঃ ২০/০২/২০২১ইং
রাতঃ ০১:৩৯ মিনিট।