তাবলীগ হলো বিশ্ব নবীর
শীর্ষ একটি মিশন।
দিলে জান-মান মহান স্রষ্টা
খুশি হন যে ভীষণ।
নবীর নকশায় দ্বীনের কর্মী
তাবলীগ ওলা যারা
বিনামূল্যে কলমা প্রচার
করছে আজকে তারা।
দেশ হতে দেশ বিশ্বজুড়ে
পল্লী কিংবা শহর
দ্বীন কায়েমের ফিকির করে
দিবারাত হর্ প্রহর।
গাট্টি মাথায় পোটলা নিয়ে
যাচ্ছে দেখো কারা
হৃদয় বলছে স্বর্গদূত হায়
প্রভুর পাগলপারা।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৯/১০/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:১০ মিনিট।
এশার নামাজের জামাতের পূর্বে মসজিদে বসে লেখা।