শোনো মায়াবিনী
শুধু কি তোমার
চোখে শীতলতা হবো

আমি তো তোমার
হরিণী চোখের
সুরমা হয়েও রবো ।