দুখের রাজ্যে বসত আমার
সুখের রাজ্য দূরে
তোমার দেওয়া যন্ত্রণায় আজ
মরছি জ্বলে-পুড়ে ।
জীবন জুড়ে শুধুই আমার
দুখের আসা-যাওয়া
বিষাদ মেঘের আড়ালে সব
সুখগুলো হয় হাওয়া ।
চেপে রাখার ধৈর্য কম তাই
থাকে না দুখ চুপে
তোমার দুঃখ জলে প্রকাশ,
মোর কবিতার রূপে ।