একদিন জীবনের সূর্য অস্তমিত হবে,
আর উঠবে না রাঙা সূর্য,
দেখা মিলবে না নতুন প্রভাতের অপার্থিব সৌন্দর্যের। শুনবো না পাখিদের গুঞ্জন,
মিষ্টি হাওয়া লাগবে না গায়।
সেদিন ফরজ হবে না,
মুয়াজ্জিনের আজানের সুরধ্বনি আমাকে জাগাবে না।
ঘন কালো সুদীর্ঘ একটা রাতের চাদরে ঘিরে নিবে আমাকে।
কথাগুলো ভাবতেই গা শিউরে ওঠে।
লোম গুলো দাড়িয়ে যায়।
বিন্দু বিন্দু ঘামে ভিজতে থাকার পরে ,
আসল বিষয়টা উপলব্ধি করি।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়!
"প্রতি রাতের অন্ধকার আমাকে কবরের কথা স্মরণ করিয়ে দেয়"!
আমি আমার বিছানায় ঘুমানো ছিলাম;
হটাৎ ভয়ংকর স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি,
আকস্মিক ঘটনায় দেখা মেলে,
পাশে আম্মু এসে বলে কি হয়েছে আব্বু, ভয় পেয়েছ?
বলি, খারাপ স্বপ্ন ছিল হয়তো,
স্বস্তির নিঃশ্বাস ফেলি,
আম্মু যাও তুমি ঘুমিয়ে পড়ো!
আমার কিছু হয়নি।
আর কবর!
ভয়ে বা দুশ্চিন্তায় যদি চিৎকার করি
কেউ কি আসবে?
মাথার কাছে বসবে?
বলবে, কি হয়েছে তোমার।
ইসরাফিলের সিঙ্গায় ফুঁক দেওয়া অব্ধি!
কত সুদীর্ঘ হবে ওই রাত জানিনা
রহমের আলো ছড়াবো হয়তো
না হয় অমানিশার ঘোরে কাটবে আমার কবরের ক্ষণ।
তারিখঃ ১৮/১০/২০২২ইং
দুপুরঃ ১২:৪৮ মিনিট।