তোমারও নাকি প্রেম হয়েছে
ফুল আর ফাগুনের মতো
তুমিও ফেঁসে গেছ কারো মায়ার জালে
জল আর জলাধারের মতো ।
ভাবতাম তুমি হয়তো কঠিন মেজাজের কেউ
তোমাকে নারী হিসাবে ভেবে দেখি নি কখনো ।
ভেবছি একটা মানুষের মতো
নারীর হৃদয় তো সবসময়
মোমের মতো নরম হয়ে থাকে
যে গলাতে জানে তার কাছে হয়তো ।
কিন্তু আমি তোমাকে মোম হিসাবে দেখিনি
দেখেছি একটা মানুষের মতো
কখনো মোম জ্বালানোর চেষ্টা করি নি
জ্বালালে কিছু পোকা উড়ে এসে পড়তো
অনুভূতির নাম করে পুড়ে শেষ হয়ে যেত ।
এজন্য চুপ থেকে চলছিলাম একসাথে
শুধু বলা হয়নি,
বারবার বলতে চেয়েও বলতে পারি নি
তোমার কথায় বুঝেছিলাম, তুমি
প্রবাহমান প্রেমে বিশ্বাসী না। তাই বলিনি
তবে প্রতিটি মানুষই প্রেমে পড়ে তার ইচ্ছের বিরুদ্ধে ।
তুমিও প্রেমে পড়েছ
তোমার হৃদয়েও ভালোবাসা এসেছে
তোমাকে অভিনন্দন!
শুধু বলা হয়নি,
মানুষ ভেবে আমিও তোমার প্রেমে পড়েছিলাম
যেমন সবাই জোছনার প্রেমে পড়ে ।