তোমাকে খুঁজি যেদিক,
সে-পথ ধরে আসে আমার জীবনের সুবেহ-সাদিক।