আজ অভিমান যাক সরে যাক
সূ-দুরে যাক তা ভেসে
আবার নতুন কানন সাজাবো
তোমাকেই ভালোবেসে।
বিষাদেরা আর ঠাঁই পাবে না-কো
মধুময় আঙিনায়
ভাসাবো আমরা প্রেমের তরণী
সতেজ কল্পনায়।
সাগর নদীর ঢেউ-তরঙ্গে
গাইবে মধুর সুরে
তুমি আছো খুব গোপন হয়ে গো
আমার হৃদয়পুরে।