—আমি চোখে সর্ষে ফুল দেখছি
—হ্যাঁ! তুমি সর্ষে ক্ষেতে সর্ষে ফুল দেখবে না তো গোলাপ ফুল দেখবে ?
—তাই তো আমি আছি যে সর্ষে ক্ষেতেই ।
—হ্যাঁ !
—তাহলে ?
—তাহলে আর কি! তুমি বাছাই করছো ভুল জায়গা ,
—কারণ দূর থেকে ওর রূপ মোহনীয় লাগছিল।
—জানো না?
তুমি বুঝতে পারোনি?
তোমার পদক্ষেপ ছিল ভুল।
—হ্যাঁ! সত্যিই তো তাই
এজন্যই তো দেখছি চোখে
শুধুই সর্ষে ফুল!