স্বর্গের প্রেম টানে
স্বর্গের পানে
স্বর্গের প্রেম সে-তো
স্রষ্টায় দানে।
যেই প্রেম লায়লার রূপে
আটকে গেছে চুপেচুপে।
সেই প্রেম স্বর্গীয়
পেয়েছো কোনখানে?
যেই প্রেম সারাটাক্ষণে
গোপন এক আকর্ষণে।
বেঁধে রাখে আরশের ডোরে
চাইলে লিখে নাও!
স্বর্গীয় প্রেম বলে ওরে।
প্রেমিক জীবন জুড়ে
চলার গতিপথ ডানে।
তারিখ: ০৯/০৮/২০২৩ইং
দুপুর: ০২:১২ মিনিট।