কলুষিত অন্তর আত্মা ধরায় যত পাপী
এদের মধ্যে ভাগ্যবান হয় যাঁরা অনুতাপী।
পাপকে যেজন বড় ভাবে প্রভুর ক্ষমার চেয়ে
ক্রোধের অনল আসছে তবে তোমার দিকে ধেয়ে।
নিজের পাপকে বড় ভাবলে তুমি অহংকারী
কত বড় ক্ষমাশীল হন মোদের রব্বুল বা'রী।
শত খুনের আসামি-ও পেয়ে গেল ক্ষমা
তবু তুমি ঘুরছো কেন, পাপের পাহাড় জমা।
পাপ ত্যাগিয়া সকল মানব হয়েছে তাঁর ওলী
কত শান্তি মেলে প্রভুর ভালোবাসায় জ্বলি।
প্রভু ডাকেন, ছুটে এসো আমার এই দরবারে
একবার দু'বার ভুল করিলে আসো বারেবারে।
নিরাশ হওয়ার সুযোগটা নেই নিরাশ হওয়া হারাম
বারেবারে তাওবা করে, তাওবায় খোঁজো আরাম।
সত্তুর বারের অধিক তাওবা করতেন রাসুল তিনি
ভুল বিচ্যুতি পাপের দাগটাও মুক্ত ছিলেন যিনি।
আদম নবী সারে তিনশো বছর কাঁদার শেষে
কবুল করেন তাহার তাওবা প্রভু ভালোবেসে।
কাঁদতে থাকো জীবন জুড়ে ছেড়ে চোখের পানি
ক্ষমা করে দিবেন প্রভু হলে মেহেরবানী।
কান্নাকাটি করলে আমার প্রভু হন খুব খুশি
খুশি হয়ে করে দিবেন ভাগ্যটাকে তুষি।
ললাট খানি উজ্জ্বল হবে আলোক হৃদয় পাড়া
কান্নাকাটি অশ্রুহীন যে সে-তো সর্বহারা।
তারিখঃ ১৮/১০/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:৩৫ মিনিট।