প্রাণহীন লাগে সত্যি মাবুদ, তোমায় বিনে হায়
‘শান্তিনগর’ জানি তোমার দয়ার আঁচল ছায় ।
তোমার প্রেমও ভালোবাসায় স্বর্গ মিলেছে
যেদিন আত্মা সাকির হাতের শরাব গিলেছে ।
তাওহীদেরই আলোক বন্যায় ভেসেছ যে দিল
সেই তো বুকে লভিয়াছে স্বর্গের সালসাবিল ।
বুকটা তাহার তৃপ্ত করেন প্রেমের পিপাসায়
শত প্রশ্নের উত্তর দানে একেক জিজ্ঞাসায় ।
এ ভেদ বলো, কে বুঝিবে তাহার প্রেমিক ভিন
তুষেরআগুন বুকে নিয়ে নিশ্চুপ নিশিদিন ।
প্রভু তোমার খুশির লাগি ত্যাগ করিলে পাপ
পলক মাঝে পার হয়ে যায় প্রেমের শত ধাপ ।
শত নফল, হজ্জ করেও পেল যে একগুণ
সেখানে এক পাপ ত্যাগিলে পায় সে শতগুণ ।
নেকির কাজে কিছু মজা, দিল পায় সান্ত্বনা
পাপ ত্যাগিবার খুন ঝড়ানোর ভীষণ যন্ত্রণা ।
শক্তি দিয়ো মহান মালিক ব্যথা সহিবার
ভুল করিলে তাওবা করে নিব বারংবার ।
নামাজ, রোজা, হজ্জ জাকাত সব প্রেমের সমাবেশ
তোমার খুশির রঙ ধরিতে আমার এমনি বেশ ।
বাহির আমার যেমনি রঙিন, দিলও রঙিন হোক
তোমার প্রেমে আলো হয়ে উঠুক দিবালোক ।
পান করাইও আজীবন-ই শবার লালে লাল
শেষ যেন না হয় গো মোদের প্রেমের আয়ুষ্কাল ।
তারিখ: ০৮/১০/২০২৩ইং
রাত: ০৮:১৪ মিনিট,
বাঘাদিয়া জামে মসজিদ।