মনটা আমার কেড়ে নিয়েছো
মিষ্টি কথার মাঝে,
তোমার জন্য এখন আমার
প্রাণটা ভীষণ কাঁদে।
ভয় লাগে হায় দূরে যেওনা
থাকো সব সময় কাছে,
তুমি না থাকলে নিষ্প্রাণ আমি
তোমাতে আছি বেঁচে।
এই হৃদয় মন তোমার জন্য
সদা থাকে হুসহারা,
তুমি না থাকলে আলোহীন লাগে
পুরো বসুন্ধরা।
জীবন বৃক্ষের সতেজতা তুমি
আকাশ হতে ঝড়া জল,
যখন শোনাও মধুর কথা
প্রাণ হয়ে ওঠে চঞ্চল।
তারিখঃ ২৩/০৯/২০১৭ইং