হেদায়েতের অমূল্য ধন
পেয়ে গেছেন যারা
দো-জাহানের শীর্ষ ধনী
হয়ে গেলেন তাঁরা ।
টাকা-পয়সা, বাড়ি-গাড়ি
থাকবে সবই পড়ে
থাকলে আমল কাজে দিবে
আঁধার করব ঘরে ।
গুনাহ্ করলে পরিষ্কার হও
তাওবা সাবান দিয়ে
ভয় করো খুব মুত্তাকী হও
আল্লাহ্ প্রীতি নিয়ে ।
আসো সবাই সময় থাকতে
ঈমান-আমল সাজাই
মনন জুড়ে মহান প্রভুর
প্রেমের বাঁশি বাজাই ।