স্নিগ্ধ ভোরের কোমল হাওয়ায় নিত্যকার এই ভোরে
হারিয়ে যাই পরম প্রিয়র মহব্বতের ঘোরে ।
ডালে ডালে পাখির নাচন মনকাড়া সব গানে
কসম মা’বুদ ওদের সব সুর তোমার পানেই টানে ।
অল্প হাওয়ায় দুলতে থাকা পুষ্প রাশি রাশি
নিষ্পাপ শিশুর মতন যেন করছে হাসাহাসি ।
এ-কোন মজলিস দেখতে লাগে এত্তো মনোলোভা
ফুল পাখিদের নীড়ে যেন তোমার নূরের সভা ।
বিমুগ্ধ হয় দেহ-মনন ওদের কার্য হেরি
তাহার প্রেমের ঢেউ উঠিতে হয় না একটু দেরি ।
উথলে ওঠে তরঙ্গদল আঘাত হানে দিলে
এইতো দেখি তুমিই আছো সবুজের মাহফিলে ।
তারিখ: ০২/০৭/২০১৪ইং
সকাল: ০৭:৩০ মিনিট।