জল ভরা চোখে ব্যথা ভরা বুকে
ব্যথির গল্প শোন্,
আমাদের ঘর খাখা করে হায়
নাই যে একটি বোন।
বিশাল বাড়িতে কোলাহল হীন
নিশ্চুপ একেবারে
ভাই ডাক শোনা কত যে মধুর
মনোহর চুপিসারে।
আকাশের বুকে জোৎস্না ধারায়
দীপ্তময় কী চাঁদ
চোখ ধাধানোর মন মাতানোর
আকর্ষণের ফাঁদ।
ওরকম এক চাঁদ যদি মোর
থাকতো বোনের রূপে
ভালোবাসা দিয়ে ডুবাতাম ওরে
ভালোবাসা-মায়া স্তুপে।