তোমায় খোঁজার মিশন আমার শীর্ষ রাজনীতি
তোমার প্রেমে পড়ার পরে বাকিসব ইতি ।
হে অনিন্দ্য, মহান বাদশা হে পরম প্রিয়
ভালোবাসার একটু ফোটা এই গোলামকে দিও!
তুমি চাইলে করতে পারো ফকিরকে-ও রাজা
তোমার দয়ায় হয় ধরাতে মৃত্যু প্রাণও তাজা ।
ধুলিকে দান করো তুমি ওই পর্বতের সম্মান
তোমার শক্তির প্রতাপে হয় সমুদ্রের উত্থান ।
দিয়েছ গো তুমি যখন এক রুমির পরিচয়
এই ওসিলায় বানাও হৃদয় নূরের হিমালয় ।
প্রিয় তোমার প্রেমের মুকুট অনেক বেশি দামী
ক্ষুদ্র বান্দা সাহস করে সেই মুকুট চাই আমি ।