আমার দুখের রাতের সঙ্গী
কেউতো হইলো নারে
অশ্রু সাগরে একলা ডুবিয়া
মরি হায় বারেবারে।
দেখে না আমার এ বুকের মাঝে
কত যে অগ্নি ঝড়
বলিবো কাহারে শুনিবে এ কথা
সবাই আমার পর।
নীরব নিঝুম রাত্রি নিশীথে
একলা জাগিয়া কবি
কলম আঁচড়ে আঁকিতে থাকি যে
হৃদয় ক্ষতের ছবি।
দেখিবে হয়তো প্রিয়জন মোর
মাথায় বুলিয়ে হাত
কিছুটা দুখের ভাগ চাহিবে যে
থাকিয়া আমার সাথ।
প্রথম চরণে আমার দুখের
অশ্রু ফুলের মালা।
পরের চরণে আসিয়া কেউতো
জ্বালাবে সুখের আলা।
আমি থাকি সদা চৈত্র মাসের
রোদ্দুরে পুড়া মাঠ
সেখানে আসিয়া কেহ যদি আজি
সাজাতো আষাঢ়ে হাট।
ভিজিতো আমার হৃদয়ের ভূমি
করিতো সজীব তাজা
অবসান হতো জীবনের যতো
বিষাদে পূর্ণ সাজা।
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ২৪/০৯/২০২২ইং
রাতঃ ০৯:৫০ মিনিট।