সিয়ামের আগমন
হলো পৃথিবীতে
পাপ রাশি যতসব
ধুয়েমুছে দিতে ।
তাকওয়ার রঙে সাজো
সকল মুমিন
প্রভুর হুকুমে চলো
সদা রাত-দিন ।
পিপাসায় ছুঁয়ে গেলে
বুক আঙ্গিনায়
সয়ে যেও কিছুক্ষণ
প্রেম ভঙ্গিমায়।
গীবত আর মিথ্যায়
মুখ রেখ বন্ধ
মেশকের ঘ্রাণ হবে
মুখেরই গন্ধ ।
দিলের ভিতর রেখো
প্রভু ভালোবাসা
রাসুলের পথে চলো,
স্বর্গে হবে বাসা।