উদয় হলো আমার হৃদয় ঘরে,
পূর্ণিমার চাঁদ জীবন আলো করে।
দৃশ্যমান সব কাঙ্ক্ষিত মনজিল
শুন্য নয় আর আমার ভাঙা দিল।
ভালোবাসায় মনন আজ গড়ে
শায়েখের নূরানী হাতটি ধরে।।
আলোকময় কী পথের দু'প্রান্ত
আরও রাশিরাশি ফুল যে ফুটন্ত।
ছিলাম নিশির ভয়াল অন্ধকারে,
বিগত বছরেও বিপদের পথ ধরে।
কোন পথে নেই যে একটু আলো
আসলাম তাই সু-পথে ফিরে।।