বিলের জলে সাদা শাপলা কত শোভাময়
দৃষ্টিনন্দন রূপের ছটায় দেখি কী যে বিস্ময়!
ফুটে থাকে জলের পরে শাপলা হেসে হেসে
ওদের পাশে রাজহাঁসেরা সাঁতার কাটছে ভেসে।
জলের পরে শাপলাপাতা ঢেউয়ের তালে তালে
হালকা করে দুলতে থাকে চোখ কাড়ে ওর ভালে।নীলের আভায় ভরা থাকে বিলের জলারাশি
তারই মাঝে ফুটে থাকে সাদা শাপলার হাসি।
শরীর জুড়ে রূপের আলো দেখে অস্থির এ বুক
দীর্ঘ ডাটা মাটি অব্দি মূলে থাকে শালুক।
শুধুই এক ফুল পরিচয়ে তোমায় আজ দেখিনি
আমার প্রিয়র হাতের ছোঁয়া এতদিন খুঁজিনি!
ওহে শাপলা তোমার রূপের রহস্য জানি আজ
কেউ জানে না এই খবর তোমার গোপন সাজ।
পরম জনের হস্ত ছোঁয়ায় রূপ পেলে গো তুমি
তোমার রূপের দর্শক হয়ে কবি হলাম আমি।
তোমায় দেখে প্রেমিক কুলে খুঁজে পায় নিশানা
মহান প্রিয়র সংবাদ বাহক তুমি যে একখানা।
শুধু শাপলা নয় এই ধরায় আছে যতই ফুল
খুঁজে দেখো আল্লাহতে সব করেছে কবুল।
শাপলা, বকুল, হাসনাহেনা, গোলাপ, জবা, বেলী
দেখো! দোয়েল, কোকিল সব পাখির কুহেলী।
ডেকে ডেকে আমায় বলে ফুল ঐশী সাংবাদিক
স্রষ্টা মোদের গোপন সত্ত্বা হন একক লা-শারীক।
তারিখঃ ১১/০৮/২০২২ইং
বিকালঃ ০৫:৩২ মিনিট।