কোথায় তুমি শান্তি খোঁজো অর্থ-কড়ির মাঝে
আসল শান্তি আছে বন্ধু, কেবল জায়নামাজে ।
সুখ উল্লাসে হাসছো তুমি নানান বিনোদনে
বুঝবে কেমনে কি মজা হায় শেষ রাতের ক্রন্দনে ।
সারাদিন যে খাইতে থাকে বোঝাই কেমনে তাকে
রোজাদারের ইফতারিতে কি প্রশান্তি থাকে ।
বিশ্বসংসার ঘুরে বেড়ায় টুরিস্ট স্পট ধরে
কেমনে বুঝবে কেমন মজা কা'বা তাওয়াফ করে ।
অস্ত্রধারী কাফের ভীতু সদায় মৃত্যুর ডরে
মুমিন অস্ত্রে সজ্জিত হয় কেবল অজু করে ।
তুমি গেলে রকেট চড়ে মঙ্গলে বা চাঁদে
আরশ অব্দি পৌঁছে যায় যে সেজদায় পড়ে কাঁদে ।
ইবনে আদহাম রাজ্য ত্যাগি অরণ্যে যায় চলে
সিংহাসন আর রাজ্য পেয়েও, সুখ জোটেনি বলে ।
কোর্মা-পোলাও খেয়েও কারোর বিরক্তির ভাব এলো
ভর্তা ভাতে আবার কেউ তো কোর্মার মজা পেল ।
দামি খাটে নরম বেডে নিদ্রার নাই তো দেখা
ওমর ঘুমায় বালিশ ছাড়াই খেজুর বাগে একা ।
আসল কথা, আসল সত্য বোঝার চেষ্টা করি
মহান রব কে খোশ না করে সুখ তালাশে মরি ।
শান্তিদাতা আল্লাহ মহান, শান্তি তাঁহার কাছে
তাঁর হুকুমে চলতে পারলে, শান্তি তাতে আছে ।
আল্লাহ খুশি থাকলে মিষ্টি হবে তিক্ত নিমও
নারাজ করলে সব হারাবে ভব ঘোড়ার ডিমও ।
তারিখ: ০৪/১০/২০২৪ইং
সন্ধ্যা: ০৭:১২ মিনিট ।
বাঘাদিয়া জামে মসজিদ ।