তাওবা করছি হে দয়ালু, তোমার দয়াল দ্বারে
ফুলের মতন সাজিয়ে দাও আমার জীবনটারে ।
মুছে দাও হে মনন জুড়ে লাগছে যত ধুলো
পাক পবিত্র রাখো আমার আগামীর দিনগুলো ।
মানুষ হয়ে বাঁচি যেন মানুষ হয়ে মরি
কৃতিত্ব হই যেন তোমায় হার মুহূর্তে স্বরি ।
সবার জন্য জায়গা হোক হৃদয় জায়নামাজে
আগের চেয়েও শান্তি আসুক এই মানবসমাজে ।