লাখো দুরুদ বর্ষিত হোক
প্রিয়র রওজা পাকে
নিজের জীবন থেকেও বেশি
ভালোবাসি তাকে।
তাঁহার প্রেমের তীব্রাঘাতে
হৃদয় আমার চূর্ণ
দেখবো তাঁকে নয়ন ভরে
হোক এ আশা পূর্ণ।
না দেখে রোজ তোমার প্রতি
শ্রদ্ধা-সালাম জানাই
তোমার তরে প্রাণ গহীনে
বাজে প্রেমের সানাই।