মহান প্রভুর মহান হুকুম
পাঁচ ওয়াক্তের সালাত,
মহান আল্লাহ্ কী খুশি হন
দেখলে বান্দার হালাত।
বান্দা যখন সালাত আদায়
করার জন্য দাড়ায়
মাওলা তখন হুকুম করেন
ঐ আসমানী পাড়ায়।
সালাতকারীর ঘরে আর যে
রয়না অভাব কষ্ট,
মহান আল্লাহ্ দেন সমৃদ্ধি
হয়না জীবন নষ্ট।
মৃত্যুর পরে পৌঁছায় যখন
আঁধার কবর ঘরে,
আজাব শাস্তি মাফ হয়ে যায়
সালাতকারীর তরে।
রোজ হাশরে আমলনামা
ডান হাতে তার আসে,
পুলসিরাত পার হবার কালে
সালাতকারী হাসে।
হিসাব-কিতাব হয়না সেদিন
সালাত পুঁজি ছিল,
মহান মাওলা খুশি হয়ে
জান্নাত দিয়ে দিল।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ০১/০৬/২০২২ইং