ভাইয়া আমার সালামি দাও
দাওনা আমায় ভাবি
আনন্দের এই দিনে আমার
নতুন নোটের দাবি।
আম্মু- তুমি চুপ কেন আজ
বলো আব্বু'টারে
কুড়ি টাকার নোট দিয়েছে
ওই যে গাব্বু'টারে।
আমারটা কি হওয়ায় যাবে
জলদি করো'রে বের
ছোট্ট বলে আমায় তোমরা
ঠকিয়ে দিচ্ছো ঢের।
আর ঠকানো চলবে না যে
হিসাব-নিকাশ বুঝি
গাব্বুর মতোই আমারটাও
দাওনা সোজাসুজি!
ছোট্ট চাচ্চু কিপটে নয়তো
দিল নোট একখানা
আম্মু আমার কেমন বলো
করছো আজ বাহানা।
আজকে দিনে আনন্দ তো
সালামি আর খাওয়া
সবার থেকে আজ অনেক
নতুন নতুন পাওয়া।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১০/০৭/২০২২ইং
বিকালঃ ০৫:২০ মিনিট।