কোমল হাওয়ায় নয়নযুগল উড়তে থাকে ভোরে
তোমার রূপের তরঙ্গদল মুগ্ধ করে মোরে ।
কত্তো সোভা প্রেমের আভা বসুন্ধরার কোলে
কি যে নেশা ফুলের গন্ধে, পাখির কোলাহলে ।

প্রেমিক মনন উৎফুল্ল তাই রূপের মিছিল দেখে
অপরূপ এই বিশ্ব ছবির বিশ্ব শিল্পী সে কে ?
আহা, আকাশ দেখতে দেখতে নিজেকে যাই ভুলে
আকাশ জুড়ে সাজালো কেউ তারার ফুলে ফুলে ।

গগন তলে ঢেউ খেলানো মেঘেদের উল্লাসে
পূর্ণিমাতে পূর্ণ শশী মুচকি মুচকি হাসে ।
যেদিক তাকাই সেদিন দেখি, নিখুঁত কারুকাজে
গোপন সত্তা প্রকাশিত হয় সৃষ্টি সোভার মাঝে ।

বন্ধ আঁখি হটাৎ করে কী রূপ দেখে হায় হায়
নিরাকারকে দেখি তবে এই সাকারের আয়নায় ।
শিহরণ বয় অঙ্গ জুড়ে চোখদুটি যায় বুঁজে
জোয়ার, জোছনা, সবুজবর্ণে তোমারে পাই খুঁজে ।

তারিখ: ০২/১০/২০২৪ইং
রাত: ০৮:৪১ মিনিট ।