জায়নামাজে সেজদা করি
বিশ্বাসী মন নিয়ে
প্রভু তখন আদর করেন
কুদরতি হাত দিয়ে।
সেজদা করে সর্ব অঙ্গে
আমার পায়ে হাতে
দিল দেমাগ ও অন্তরাত্মা
সেজদা করে সাথে।
সেজদাপুরী নূরের জাহান
বুঝলে জলদি ওঠো?
সান্নিধ্যের ওই মিষ্টি পরশ
পেতে প্রেমিক ছোটো।
জীবন হলে রুমীর মতন
বুঝবে তখন ভালো
আছো যেথায় 'অমানিশা'
সেজদায় শুধু আলো।
তারিখঃ ১৩/১১/২০২২ইং
সন্ধ্যাঃ ০৫:৫০ মিনিট।