রুমির বাঁশির সুর শুনে প্রাণ
করে খুব ছটফট
চায় এ হৃদয় জলদি জলদি
মাওলাকে ঝটপট ।
রুমির বাঁশির সুর শুনে কত
হলো ভবে দেওয়ানা
সহজে জীবন দিয়ে দিলো তারা
স্রষ্টাকে নজরানা ।
পৃথিবীটাকেই বেগানা করলো
পেয়ে গেল মহাজন
হৃদয় তাদের স্রষ্টার তরে
বানালো সিংহাসন ।
বিন আদহাম রাজত্ব ছেড়ে
চটের পোশাক পরে
খুঁজতে বেরোলো কোথায় মাবুদ
এসো হে বুকের পরে ।
তাঁকেও বুঝি সে নেশায় ধরেছে
জযব করেছে রব
কানে কানে বুঝি বলে দিয়েছেন
ছেড়ে আয় বাকিসব ।
আয় ছুটে আয় প্রেমো মায়া ডোরে
বেঁধে রাখি তোরে আজ
মানব তৈরি মুকুট ফেলে দে
পরাবো প্রেমের তাজ ।
ভালোবেসে তোরে কাঙ্গাল করে
যোগ্য করেই নিবো
খাঁটি হতে চাস, প্রেমাগুনে জ্বল
তবেই সে ধন দিবো ।
উড়তে থাকবে আরশের পানে
যারাই বাঁশির তালে
নাই বা উড়ুক সাথে থাকলেই
পৌঁছাবে এক কালে ।