১৭.
হে ক্ষমাকারী, দয়াময় প্রভু, দয়া করো এই হালে
আটকা পড়েছি আমরা ভীষণ কুপ্রবৃত্তির জালে।
তুমিহীন আর পাপিষ্ঠদের সহায়ক কেউ-ই নাই
ক্ষমা করো রক্ষা করো পথ দেখাও আজ ভালে।

১৮.
জিহ্বা যতক্ষণ অবস্থান করবে আমার এই মুখে
আমার নবীর প্রসংশাতে মশগুল থাকবো সুখে।
সকল নবীর সর্দার তিনি, আরশে হেলান দিয়ে
সপ্ত আকাশ ভেদ করিয়া যান মাওলার সম্মুখে।

১৯.
যদি তোমায় ভালোবাসার চাকরিটা পাইতাম
মাসের শেষে বেতন হিসাবে তোমাকে চাইতাম ।
চিরতরে ঘুচে যেতো আমার একাকিত্বের শনি
বছর যেতেই লেখা হতো ধনীর খাতায় নাম ।

২০.
নিরব নিঝুম রাত্রি নিশীথে ঘুমায় সকল জনে
নির্ঘুম আমি তোমাতে মগ্ন নিবিড় আকর্ষণে ।
প্রেমের সুরায় ঠোঁট দুটি ডুবে বেহুশে হারায়
সবকিছু ভুল, তুমিই সত্য, তুমিই দিব্যি মনে ।