১১.
যেজন আমারে ভালোবাসিয়া অজান্তেই বড় আপন
ধরা দেয় না মোর নয়নে কভুও চিরদিন রয় গোপন।
গোপনে প্রকাশে তাঁহার সকাশে তাঁহারেই শুধু যাঁচি
বলে দাও কেহ তাঁহার ঠিকানা তাঁহাতেই মরণ-বাঁচন।
১২.
ধরণীর বুকে কত ফুল ফোঁটে ওরা যে ছড়ায় সুবাস
ইহার মাঝেই খুঁজে পাই আমার পরমজনের আভাস।
বলো ওগো সাকি তোমার হাতে সুরায় কেন মাতাল
লভিবো বুকে তাহার ঘ্রাণেই মোর মুখরিত আশপাশ।
১৩.
নেশাময় হইলে তপ্ত সুরাতে আসে জীবনেরই সকাল
দূরে চলে গেলে ভাবি পলে পলে এটাই বুঝি অকাল।
চাহি হে পরম প্রেমের গরম উষ্ণতা দাও মোর দিলে
ভালোবাসা দানো উজ্জ্বল করো মম এ ভাঙা কপাল।
১৪.
অলিতে-গলিতে হিয়ার থালিতে তোমারে শুধু মাগি
ঘরছাড়া আজ দিওয়ানার সাজ শুধু তোমার লাগি।
তুমি জানো কেবল আমারই ভেদ বাকিদের অজানা
তোমার প্রেমের উত্তাপে সাকি অহর্নিশ থাকি জাগি।
১৫.
যেজন আমারে ফুলের বাসরে জরিয়ে রাখিতে চাহে
শুধু চালাবে প্রেমে জ্বালাবে আমাকে রূপের মোহে।
তাহা হতে কতোই ভালো হয় না জ্বলিলে পরমপ্রেমে
লায়লা ছেড়ে চলিবো তবে আমার নিরঞ্জনের রাহে।
১৬.
প্রেমে পড়ার খবর জানি, করছে সবাই কানাকানি
ভুল বুঝে ওই বেকুবের দলে করছে নিছক নাদানি।
হৃদয়ের গহীনে কী ঝড়! বইছে আমার প্রতি প্রহর
জানে না প্রেমের এ ভেদ, কেমন তার রূপ রৌশনি।