আমি ব্যস্ত হয়ে ছুটে যাই গো রুমির পানশালায়
যদি এশকে হকের একটু সুরা ভাগ্যে জুটে যায় ।
পরম জনের প্রেমে হৃদয়, থাকে বেকারার
মরি আমি প্রেম বিহনে নিষ্ঠুর পিপাসায় ।