শীত আসিবার কত দেরি পাঞ্জেরি
এখনো আকাশে মেঘেদের ঘনঘটা
নেই চারিদিকে কুয়াশার এক ছটা
এখনো বাতাসে বহে শ্রাবণের ঘ্রাণ
চাদর চড়িয়ে গায়ে— মন আনচান ।
ভিতরে দারুণ জামা তার ফুলহাতা
রিমঝিম বারিধারা, ধরে আছি ছাতা
সহসাই আকাশেতে আলো চমকায়
পিছলে আছাড় খেয়ে কাদা লাগে গায় ।
তাই দেখে হাসে দুই ছেরি
শীত আসিবার কত দেরি পাঞ্জেরি ।
তারিখ: ৩০/১১/২০২৪ ইং